চলতি বছরের সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে গত জুলাই মাসে, যা সংখ্যায় ২ হাজার ২৮৬ জন। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ শনাক্ত ছিল। কিন্তু এরপর আগস্টের ১০ দিনেই ২ হাজার ৩২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২২৬ জন। এদের মধ্যে ২১১ জনই ঢাকার আর ঢাকার বাইরের ১৫ জন।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৮৫২ জন, আর বাকি ৬৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৯৭৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪ হাজার ৪৬ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ১৮ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটি এখনো মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং একজনের মৃত্যুও ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেনি।